প্রকাশিত: Wed, May 8, 2024 12:44 PM
আপডেট: Fri, Jul 11, 2025 12:48 PM

[১]সব শিক্ষাপ্রতিষ্ঠানে রবীন্দ্রনাথ ও কাজী নজরুলের জন্মবার্ষিকী পালনের নির্দেশ

অপূর্ব চৌধুরী: [২] বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পালন করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার  এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়। আরটিভি

[৩] নির্দেশনায় বলা হয়, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে বিশ্বকবি ও জাতীয় কবির জন্মবার্ষিকী আবশ্যিকভাবে উদযাপন করতে হবে। আগামী ২৫ বৈশাখ (৮ মে) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী এবং ১১ জ্যৈষ্ঠ (২৫ মে) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী পালনের জন্য অনুরোধ করা হলো।বাংলা ট্রিবিউন।

[৪] শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার পর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর সোমবার দেশের মাদ্রাসাগুলোর অধ্যক্ষ, সুপার ও এবতেদায়ি প্রধানদের দুই কবির জন্মবার্ষিকী আবশ্যিকভাবে পালনের নির্দেশ দেয়। ভোরের কাগজ। সম্পাদনা: সমর চক্রবর্র্র্তী